বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

বিএনএনআরসি’র চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন ইপসা’র মোঃ আরিফুর রহমান

  প্রকাশ : ২০২২-০২-১৯ ১৬:৪৭:৪৩  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’র চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান। বিএনএনআরসি জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল-ইউএন ইকোসোক এর পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশে কর্মরত রেডিও ও যোগাযোগীয় দক্ষতা উন্নয়ন ভিত্তিক সংগঠনসমূহের জাতীয় ভিত্তিক নেটওয়ার্ক সংগঠন। বিগত ২০ বছর যাবত নেটওর্য়াক সংগঠনটি কমিউনিটি রেডিও ও তৃণমূল পর্যায়ে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। একজন উন্নয়ন গণমাধ্যমকর্মী হিসেবে মোঃ আরিফুর রহমান কমিউনিটি রেডিও “রেডিও সাগরগিরি”র মাধ্যমে শুরু থেকেই তৃণমূল পর্যায়ে বিভিন্ন সমাজ উন্নয়ন ও যোগাযোগীয় দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। মোঃ আরিফুর রহমান ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্যসহ বৃহত্তর চট্টগ্রামের অনেকগুলো সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা