বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বায়েজিদে স্টিল কারখানায় দগ্ধ ৩ শ্রমিক

  প্রকাশ : ২০১৯-০৫-০৯ ১৪:৪৮:২৫  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর বায়েজিদ থানাধীন ষোলশহর রুবি গেইট এলাকায় বেঞ্চ স্টিল কারখানায় গলিত লোহায় দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। বুধবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আহতরা হলেন, মো. বেলাল (৫০), মো. সুলতান (৩৫) ও নোমান (২৪)।

আহত শ্রমিকরা জানান, বেঞ্চ স্টিল কারখানায় রাতে শ্রমিকরা লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় গলিত লোহা ছিটকে তিন শ্রমিকের শরীরে পড়ে। এতে তারা দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ সাংবাদিকদের জানান, রাতে কারখানায় কাজ করার সময় গলিত লোহা ছিটকে পড়ে এই তিন শ্রমিকের শরীর ঝলসে যায়। পরে তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের শরীরের ৮-১০ শতাংশ অংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে বাকি একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।



ফেইসবুকে আমরা