বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বান্দরবান মাতাবে ব্যান্ড ফ্যাস্টিবলের ১০টি ব্যান্ড গ্রুপ

  প্রকাশ : ২০১৯-০১-০৬ ১৯:১৪:০৫  

পরিস্হিতি২৪ডটকম/(রিমন পালিত,বান্দরান প্রতিনিধি) : বর্ণাঢ্য আয়োজন নিয়ে একই সাথে একই মঞ্চে হাজির হচ্ছে বান্দরবানের ১০টি ব্যান্ড গ্রুপ। প্রয়াত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু এবং বান্দরবানের শিল্পী শৈক্যপ্রু স্মরনে হবে এই ব্যান্ড ফ্যাষ্টিবল ।১০ জানুয়ারী বিকাল ৩টায় অরুন সারকী টাউন হলে অনুষ্টিত হবে এই ব্যান্ড ফ্যাষ্টিভাল । জেলার ঝিমিয়ে পরা ব্যান্ড সঙ্গীতাঙ্গণকে উজ্জীবিত করতে এবং প্রয়াত দুই শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করছে বলে জানিয়েছে উদ্যোক্তরা ।
বোরবার সাকলে বান্দরবান প্রেস কাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেওয়া হয় । ব্যান্ড ফেস্ট ২০১৯ এর আহব্বায়ক কেীশিক দত্ত ও সদস্য সচীব গাজী সোহেল জানান, যে দি ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবান জেলার সব গুলো ব্যান্ড দলের সমন্বয়ে গঠিত একটি সংগঠন । জেলার নতুন পুরানো সব দলকে একএিত করার উদ্দেশ্য এই প্লাট ফরম গঠন করা হয়েছে। তরুনদেও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করা এবং জেলার প্রতিভাবান শিল্পীদেরকে সঙ্গীত চর্”ার বৃহত্তর সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষে এই গ্রুপটি কাজ করে যাবে ।



ফেইসবুকে আমরা