পরিস্হিতি২৪ডটকম/(রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি): বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ। নির্বাচনের দিন রাঙামাটির বাঘাইছড়িতে ৭জনকে গুলি করে হত্যা ও বিলাই ছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কুমার তঞ্চগ্যাকে হত্যার প্রতিবাদে এ প্রতিবাদ কর্মসুচীর আয়োজন করে বান্দরবান জেলা আওয়ামীলীগ। বুধবার বিকালে জেলা আ.লীগের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগ শ্রমিকলীগ কৃষকলীগ মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সত্যহা পাঞ্জা এিপুড়ার সভাপতি বিক্ষোপ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর সহ প্রমূখ। বক্তারা বলেন পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে সন্তু লারমার সন্ত্রাসী বাহিনী একের পর এক হত্যা কান্ড ঘটিয়ে চলেছে। নির্বাচনের দিন ব্রাশফায়ার করে ৭ জন এবং গতকাল আ.লীগ নেতা সুরেশ কুমার তঞ্চগ্যাকে গুলি করে হত্যা করে তারা। তাই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবী জানান আ.লীগ নেতারা।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।