বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

বরমা প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-০১-০৫ ২০:০৫:৩৯  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পাঠ্যবই উৎসব ২০১৯ পহেলা জানুয়ারি সম্পন্ন হয়। সরকার প্রদত্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সেলিনা আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন এসএমসি সভাপতি এডভোকেট এস এম ওসমান, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, পিটিএ সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, এসএমসি সদস্য কুমার চৌধুরী, মো. আব্দুল হামিদ, পিটিএ সদস্য এস এম লোকমান হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রুনু চৌধুরী, কাজী মো. নুরুল আবছার, আশীষ বিশ্বাস, সুবর্ণা ব্যানার্জী, নাজমিন আক্তার, তানিয়া বেগম চৌধুরী, মিতা সেন, রীতা দে, সায়মা তারতিলা প্রমুখ।
বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীদের মাঝেই রয়েছে আগামীদিনের বিখ্যাত মানবসম্পদ। তাই শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনোনিবেশ করতে হবে। সময়োপযোগী ও মানসম্মত জ্ঞানার্জন করলে নিজের উন্নয়ন হবে, জাতির প্রগতিতেও কাজে আসবে। জাতির উন্নয়নে কালের উপযুক্ত শিক্ষার বিকল্প নেই।

প্রেস বিজ্ঞপ্তি  



ফেইসবুকে আমরা