বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

চন্দনাইশ বরমা কলেজে মাতৃভাষা দিবস পালন

  প্রকাশ : ২০১৯-০২-২৩ ১৬:৩১:৩৭  

পরিস্হিতি২৪ডটকম : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে বরমা ডিগ্রি কলেজে ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরি, সমাবেশের মাধ্যমে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, শহিদ স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবী, অধ্যাপক খালেদুর রহমান, অধ্যাপক শিব প্রসাদ শূর, অধ্যাপক আনিসুল মালেক, অধ্যাপক মোহাম্মদ আলী, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আকিদা সুলতানা, সাদিয়া ইসলাম, সাদিয়া নূর, এনামুল হক, আরাফাতুল ইসলাম, সুলতান জাহেদ, মোহাম্মদ সায়িদ, মাহমুদুল হাসান, প্রান্তি দেব, শাওন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আবুল মনসুর।



ফেইসবুকে আমরা