পরিস্থিতি২৪ডটকম : বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুর্নমিলনী-২২ এর প্রচারণা উপলক্ষে জমজমাট রোড শো আজ শুক্রবার ( ৬ জানুয়ারী) দিনব্যাপী অনুষ্ঠিত হয়। রোড শোটি বিদ্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে বাইনজুরী(বরমা), বরকল, কেশুয়া, কানাইমাদারী ঘুরে মৌলভীবাজারে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন পুর্নমিলনী উদযাপন কমিটির আহবায়ক ইশতিয়াক মাহমুদ ফরহাদ, সদস্য সচিব আতিকুল্লা খান,জিয়াউল হক জিয়া, আনছার উদ্দীন,মনিরুল ইসলাম হৃদয়, নুরুদ্দীন নোমান, মহিউদ্দীন রাজু,মিজানুর রহমান মুকুল,ছালেহ জঙ্গি চৌধুরী,
গোলাম সরওয়ার পেয়ারু,মিনহাজ উদ্দীন, বেলাল উদ্দীন,ফয়সাল নিজাম সজীব, শাহনেওয়াজ ভুট্টো,আরিফুর রহমান রিয়াদ,তানভীর চৌধুরী সজীব,, কামাল উদ্দীন,রিয়াদ প্রমুখ।
এসময়ে নিজ নিজ এলাকায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ প্রতিনিধিরা রোড শো কে স্বাগত জানান। রোড শো তে রিইউনিয়ন কমিটির পক্ষ থেকে রেজিষ্ট্রেশনের শেষ দিন সম্পর্কে অবহিত করেন এবং গণ্যমান্য ব্যাক্তিদের আমন্ত্রণ জানান।
বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী-২২ আয়োজনটি সফল করতে সকল ভেদাভেদ ভুলে সকলে একত্রে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।