বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে গম বোঝাইই জাহাজডুবি, ১ নাবিক নিখোঁজ

  প্রকাশ : ২০১৯-০১-২৪ ২০:১১:৩৪  

পরিস্হিতি২৪ডটকম : বঙ্গোপসাগরে দুটি জাহাজ ডুবে গেছে। জাহাজ দুটিতে থাকা ২০ জন নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ আছেন একজন নাবিক।

বৃহস্পতিবার দুপুরে সন্দ্বীপ ও হাতিয়ার মাঝামাঝি ভাসানচরে সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাজ দুটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত জাহাজ দুটি হলো- খাজা বাবা ফরিদপুরী ও এন ইসলাম। এর মধ্যে ‘খাজা বাবা ফরিদপুরী’ জাহাজ পুরোপুরি ডুবে গেছে। এই জাহাজের একজন নাবিক নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, খাজা বাবা ফরিদপুরী জাহাজটি ১ হাজার ৭০০ টন মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। এসময় ভাসানচর বয়ার এক নটিক্যাল মাইল আগে গিয়ে ডুবে যায় জাহাজটি। ভাটার টানে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে এন ইসলাম জাহাজটি ভুট্টা নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথে জাহাজটির সঙ্গে অন্য একটি জাহাজের সংঘর্ষ হয়। এতে এন ইসলামের তলা ফেটে যায়। ভাসানচরের কাছাকাছি পাশের একটি চরের কাছাকাছি গিয়ে ডুবে যায় জাহাজটি। তবে এই জাহাজের সবাই নিরাপদে আছেন। তাদের উদ্ধার করা হয়েছে।



ফেইসবুকে আমরা