পরিস্হিতি২৪ডটকম : নেপালে ভয়াবহ দুর্ঘটনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ মোট সাতজন নিহত হয়েছেন। বুধবার নেপালের তেহরাতুম জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।
হেলিকপ্টারটিতে নেপালের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী ছাড়াও আরও যে ছ’জন ছিলেন। তারা রয়েছেন, নেপালের বর্তমান প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা ওলির সহকারি যুবরাজ দাহাল, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ডেপুটি ডিরেক্টর জেনারেল বীরেন্দ্র প্রসাদ শ্রেষ্ঠা এবং অ্যাং শেরিং শেরপা।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এই হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে যাওয়ার কয়েক মিনিট পরই পাথিবারা এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রবল ধোঁয়া বেরুতে দেখা গেছে।
দুর্ঘটনার পর জরুরি ভিত্তিতে নেপালের প্রধানমন্ত্রীর বালুয়াতরের সরকারি বাসভবনে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়।
নেপালে বিশ্বের অন্যতম দুর্গম ও বিপজ্জনক রানওয়ে রয়েছে। খুব অভিজ্ঞ বিমানচালকদেরও যেখানে প্রায়ই সমস্যার সম্মুখীন হতে হয়। ২০১৮ সালে দেশটির কাঠমান্ডু ত্রিভূবন আন্তর্জাতিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশি পতাকাধারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।