বাংলাদেশ, , বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

নিজেকে সুস্থ ও ভালো রাখতে বই পড়ার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার আবদুল মান্নান

  প্রকাশ : ২০১৯-০৫-২৬ ২০:৪৫:১৭  

পরিস্হিতি২৪ডটকম : বই সবসময় আমাদের নতুন এক জগতে নিয়ে যায়। বই-ই পারে আপনার মনসংযোগ বাড়িয়ে দিতে। আর মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক প্রকাশিত বইসমূহ অসংখ্য জ্ঞানের ভাণ্ডার। বইগুলো পড়ে পার্থিব জগত সম্পর্কে যেমন জানা যায়, তেমনি পরজগতের পথকে সুগম করে। তাই নিজেকে সুস্থ ও ভালো রাখতে বই পড়ার বিকল্প নেই। তাসাউফ অন্তরের নির্যাসিত বিষয়। একজন পরিপূর্ণ মানুষ যখন খোদা প্রেমে নিমজ্জিত হয় তখন তার মধ্যে সুফিবাদের ধারা প্রবাহিত হয়। যুগে যুগে অলিয়ে কামেলগণ এই সুফিবাদের আলোয় আলোকিত করতে কাজ করে গেছেন। মহান অলি বিশ্বঅলি শাহেন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) সুফিবাদের অনন্তন নিদর্শন স্থাপন করে গেছেন তার জীবদ্দশায় পর্যন্ত। তারই পূর্বা সুফিবাদের উপর দাড়িয়ে জগৎ সংসারকে আলোয় আলোকিত করেছেন। উপরোক্ত কথাগুলো বলেন নগরীর সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাথে মতবিনিময়কালে ও হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক প্রকাশিত সুফি গবেষণামূলক বই, প্রসপেক্টাস, বেলায়েতে মোতালেকা ও হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী শরীফ আধ্যাত্মিক পরিক্রমা-২ প্রদান কালে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, পরিস্থিতি২৪ডটকম’র সম্পাদক সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, সিটিজিপোস্টের ব্যবস্থাপনা সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সম্পাদক স ম জিয়াউর রহমান, আওয়ারটাইমস’র সাংবাদিক রাজীব চক্রবর্তী, মোহাম্মদ আবদুল বাতেন, বোরহান উদ্দিন গিফারী, মোহাম্মদ সাইফুল, সাংবাদিক আলমগীর রানা, প্রাবন্ধিক আবদুল্লাহ মজুমদার, প্রাবন্ধিক এস এম ওসমান, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, শিপ্রাবসু মল্লিক, দয়াল দত্ত, কাশ্মিরী দাশ, প্রণাম দাশ, নিলু দাশ, ঝণ্টু শীল, রুবেল শীল, লাভলু দত্ত, সুমি চৌধুরী প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা