পরিস্হিতি২৪ডটকম/(রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি): বান্দরবানে পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম (২০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৪ মে) সকালে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মাদ্রাসা ঘোনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, গত দেড় বছর আগে প্রেম করে সাইফুল বড় মাদ্রাসা ঘোনা ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে হামিদা বেগমকে (২৫) বিয়ে করেন। বিয়ের পর থেকেই দিনমজুর সাইফুল দম্পতির মধ্যে কলহ দেখা দেয়। প্রায় সময় হামিদা স্বামীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপরই বাসার পাশে রাস্তায় গলায় ফাঁস দেয়া অবস্থায় সাইফুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরিবারের ধারণা পারিবারিক কলহের কারণে সাইফুল আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) জায়েদ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।