বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

নদীভাঙ্গন রোধে উত্তর তুলাতলীতে বাঁধ নির্মাণের দাবী

  প্রকাশ : ২০২৩-০৮-১৭ ১৭:৪৫:১৪  

পরিস্থিতি২৪ডটকম/(সৈয়দ শিবলী ছাদেক কফিল) : খরস্রোতা শঙ্খনদীর ভাঙ্গন রোধে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সংযোগস্থল উত্তর তুলাতলীতে বাঁধ নির্মাণের দাবী করছে এলাকার জনগণ। বাঁধ নির্মাণের দাবীতে গত (১৪ আগস্ট ) সোমবার চন্দনাইশের পশ্চিম চরবরমা ও সাতকানিয়ার উত্তর তুলাতলী সর্বসাধারণ মানববন্ধন করে। নদীর উত্তর পাড়ে অনুষ্ঠিত দীর্ঘ এ মানববন্ধনে বক্তব্য রাখেন চরবরমার ইউপি মেম্বার আনিসুর রহমান চৌধুরী, মাওলানা কামাল উদ্দীন, হাফেজ মুহাম্মদ বেলাল, নাছির উদ্দীন, গিয়াস উদ্দিন, মঈনুদ্দিন, বেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জামাল উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, বাঁধ নির্মাণ না হলে চন্দনাইশের পশ্চিম চরবরমা ও সাতকানিয়ার তুলাতলী নদীগর্ভে বিলীন হয়ে যাবে। উত্তর তুলাতলী হেদায়েতুল ইসলাম নূরানি মাদরাসা, দারুত তাক্বওয়া ইসলামিয়া মাদরাসা, পশ্চিম চরবরমা গাউসিয়া তৈয়বিয়া দাখিল মাদরাসা, চরবরমা কমিউনিটি ক্লিনিক, সেবন্দি চরবরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুই উপজেলার সাতটি মসজিদ, পাঁচটি এনজিও পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়, হাজার হাজার একর কৃষিজমি, হাজার বসতঘর ঝুঁকির সম্মুখীন। বদলে যাবে এলাকার মানচিত্র, বাপ-দাদার স্মৃতি বিজড়িত বিটে-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাটাতে হবে বহু পরিবারকে।

 



ফেইসবুকে আমরা