বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

নগরীর মিয়াখান নগরে জুয়া খেলার সরঞ্জামসহ ২৪ জন গ্রেফতার

  প্রকাশ : ২০২২-০১-২৭ ১৩:১১:১৫  

পরিস্হিতি২৪ডটকম : নগরের বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান কারখানা এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) রাত আটটায় হাজী কলোনির তিন নম্বর রুম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো.কামাল হোসেন (৪৭), মো.জাবেদ (৩০), মো.সাগর (২২), মো.জাহাঙ্গীর (২৩), মো.বাকের (৩৮), মো.ফরহাদ (২৬), মো.শরীফ (২৬), মো.জুয়েল (২০), মো.শাহ আলম (৫২), মো.ভাসানী (৩৪), মো.জাবেদ (২০), মো. রবিউল হাসান (৩৮), মো. জামাল (৩২), মো.ইব্রাহিম (২৩), মো. জাহাঙ্গীর (৩০), মো.শাকিল (২০), মো.খোকন মিয়া (৪৭), মো.রুবেল (২৬), মো.আরিফ (২০), মো. ইমন (২২), মো.ফারুক (৩৩), মো.টিপু সুলতান (২০), মো.আবু (২০) ও মো.ওসমান (২৫)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, জুয়া খেলার সরঞ্জামসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নগদ ১৭ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



ফেইসবুকে আমরা