বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

নগরীর কোতোয়ালীতে সাড়ে ১১ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার ২

  প্রকাশ : ২০১৯-০৩-০৩ ১৮:৩১:৫২  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় অভিযান পরিচালনা করে ১০০পিস স্বর্ণের বার ও ১টি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো, লাভু সাহা ও মো. বিলাল হোসেন।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে স্বর্ণের বার নারায়ণগঞ্জ এলাকায় পাচার করে আসছিলো। উদ্ধার স্বর্ণের বারের ওজন সাড়ে ১১ কেজি। আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।



ফেইসবুকে আমরা