বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

‘ত্রিরত্ন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা : আলোকিত মানুষদের জীবনকর্ম চর্চায় বর্তমান প্রজন্ম আদর্শবান হবে

  প্রকাশ : ২০১৯-০১-২৬ ১৮:১৫:৫২  

পরিস্হিতি২৪ডটকম/(শ্রী তারকনাথ দত্ত,কলকাতা প্রতিনিধি): ইতিহাসে উদ্ভাসিত, আলোকিতজন, দেশপ্রেমিক, সমাজনিবেদিত মনীষীদের জীবনকর্ম নিয়ে বিশিষ্ট ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন রচিত ‘ত্রিরত্ন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২১ জানুয়ারি বিকেলে পূর্ব পুটিয়ারী আদর্শ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চের আয়োজনে এই সভার সভাপতিত্ব করেন প্রখ্যাত ইতিহাসবিদ ও লালন গবেষক শ্রী বরুণ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহামুদুল হাসান নিজামী। আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন, সংগীতজ্ঞ নাহার আহমেদ, সায়াহ্ন পত্রিকার সম্পাদক কবি বিনয় দত্ত, বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চ পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক কবি শ্রী তারকনাথ দত্ত, ঝিমলী চক্রবর্তী, বন্দনা গুহ, মলিন গুহ, শুভাশিস মিত্র, কবি আনজু বানু, কবি পুষ্পিতা চট্টোপাধ্যায়, কবি স্বর্ণালী চট্টোপাধ্যায়, কবি নীপা দাশ, বাচিকশিল্পী অতসী হালদার, শীলা মিত্র, শ্রাবণীদত্ত কুণ্ডু, কবি শংকর হালদার, দিলীপ মজুমদার, ধীরাজ ভট্টাচার্য, তারক শাহ, স্বপন দাশ, নীপা চক্রবর্তী, সলিল কান্তি গুহ, মেঘা সিকদার প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, ‘ত্রিরত্ন’ একটি ঐতিহাসিক গ্রন্থ। এই গ্রন্থে সমাজ ও দেশের জন্য নিবেদিত আলোকিত মানুষের জীবনকর্ম স্থান পেয়েছে। এই ধরনের গ্রন্থ প্রকাশে জাতীয় ও সমাজ উপকৃত হবে। আলোকিত মানুষের জীবনকর্ম চর্চায় মাধ্যমে বর্তমান প্রজন্ম আদর্শবান ও দেশপ্রেমিক হবে। দেশপ্রেম ছাড়া কোনো নাগরিক দিয়েই জাতি, দেশ, সমাজ কোনোটারই উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিত আমাদের ছেলেমেয়ে ও প্রজন্মকে আলোকিত মানুষের জীবনকর্ম ও ইতিহাসের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া। প্রকাশনা অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



ফেইসবুকে আমরা