পরিস্থিতি২৪ডটকম : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটকবাহী জাহাজ ‘এলটিসি কাজল’ পর্যটক নিয়ে সাগরে মাঝপথে ডুবোচরে আটকে যায়। তিন ঘণ্টা পর ত্রুটি সারিয়ে জাহাজ চলাচল শুরু করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের মাঝপথে এ ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা করেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ডুবোচরের কাছাকাছি পর্যটকবাহী জাহাজটি আটকে যায়। জাহাজে ৩০০ জনের মতো পর্যটক রয়েছেন। পরে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে যান্ত্রিক ত্রুটির সমাধান করা হয়। জাহাজটি ফের টেকনাফ জেটিঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।