বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  প্রকাশ : ২০১৯-০৫-০৭ ১৬:৩৩:৩৮  

পরিস্হিতি২৪ডটকম : ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতেছে ক্যারিবীয়রা। আর বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। মঙ্গলবার ডাবলিনের ‘ক্লন্টারফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে’ খেলাটি হচ্ছে।

আজকের ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শেই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল আমব্রিস, অ্যাশলি নার্স, রোস্টন চেইস, শেন ডাওরিচ, জোনাথন কার্টার।



ফেইসবুকে আমরা