বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

চিংড়ি ঘেরের দখল নিয়ে কক্সবাজারে সংঘর্ষে নিহত ২

  প্রকাশ : ২০১৯-০২-২৩ ১৬:২৩:২২  

পরিস্হিতি২৪ডটকম : কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি ঘেরের দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলাহাছুরা এলাকার একটি ওয়াকফ স্টেটের বিরোধপূর্ণ চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পূর্ব বিলাহাছুরা গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৪০) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. আজিজ প্রকাশ রাখাল (২২)।

জানা গেছে, স্থানীয় মমতাজুল ইসলাম ও জালাল উদ্দিনের লোকজনের মধ্যে চিংড়ি জমি দখল নিয়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় উভয়পক্ষে অন্তত শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়।

এ খবর নিশ্চিত করে পেকুয়া থানা জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।



ফেইসবুকে আমরা