বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

চমেকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা

  প্রকাশ : ২০২১-১১-০১ ১৯:১৯:১৬  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামি করে পাল্টা মামলা করেছে আরেক পক্ষ।রোববার (৩১ অক্টোবর) রাতে এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল হাসান নগরের চকবাজার থানায় মামলাটি দায়ের করেন।এর আগে শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন তৌফিকুর রহমান নামে চমেকের পঞ্চম বর্ষের এক ছাত্র।
মাহমুদুল হাসানের দায়ের করা মামলার আসামিরা হলেন- চমেক ৬২তম এমবিবিএস ব্যাচের জাকির হোসেন সায়াল, মঈনুল ইসলাম, জুলফিকার মোহাম্মদ শোয়েব, মাহিন আহমেদ, ইমাম হাসান, মোহাম্মদ শরীফ, সৌরভ দেবনাথ, সাজু দাস, আহমেদ সিয়াম, ৬১তম ব্যাচের ইমতিয়াজ আলম, মো. হাবিবুল্লাহ হাবিব, সাজেদুল ইসলাম হৃদয়, মো. সাইফুল্লাহ, ৬০তম ব্যাচের অভিজিৎ দাস, মো. ফাহাদুল ইসলাম, ৫৮তম ব্যাচের মো. তৌফিকুর রহমান ইয়ন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, চমেকে সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করা হয়েছে। এতেও ১৬ জনকে আসামি করা হয়। খুব তাড়াতাড়ি মামলার তদন্ত শুরু হবে।

 



ফেইসবুকে আমরা