বাংলাদেশ, , শনিবার, ২ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম কলেজিয়েট,ডা.খাস্তগীর ও বাকলিয়া স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  প্রকাশ : ২০১৮-১২-২২ ১১:০৮:০৫  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক শাখা) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শনিবার (২২ ডিসেম্বর) ভোরে নগরের ৯ সরকারি স্কুলের মধ্যে ক গ্রুপের অন্তর্ভুক্ত এ তিন স্কুলের ৫ম, ষষ্ঠ ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল-বিকেল দুই শিফটে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ তিন স্কুলের ৫ম, ষষ্ঠ ও ৮ম শ্রেণির ৮৫০টি আসনের বিপরীতে ১১ হাজার ৪১৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১০ হাজার ৯৭৪ জন শিক্ষার্থী।



ফেইসবুকে আমরা