পরিস্হিতি২৪ডটকম : অপহরণ হওয়া কলেজ ছাত্র সাদেক ছোবহান সাকিব (১৭) কে উদ্ধার করেছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ ডিবি। সেই সঙ্গে অপহরণকারী মোহাম্মদ হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ জানুয়ারি) ভোর রাতে পুলিশ অভিযান চালায়।
দুপুরে ডিবি কার্যালয়ে এ ঘটনার ব্রিফিং করেন উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসাইন।
মোস্তাইন বলেন, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া এলাকার নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হন সাকিব। বাসার সামনে থেকে তার খালাতো ভাই জাহাঙ্গীর অন্যত্র বেড়াতে যাবেন বলে সাকিবকে অজ্ঞাত স্থানে যান। এ ঘটনায় সাকিবের বাবা সাতকানিয়া থানায় জিডি দায়ের করেন। পরে টেলিফোনে সাকিবের বাবার কাছে ৫০ লাখ চাঁদা দাবি করা হয়।
পরে ডিবি অভিযান চালিয়ে লোহাগাড়া বটতলী বাজারের এম কে বডিংয়ের ৩০৪ নম্বর কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। সেই সময় একটি রিভালবার, দু’টি চাকু, ঘুমের ঔষধ, ১টি গামছা ও ১টি মাফলারও উদ্ধার করা হয়।উদ্ধারকৃত রিভালবারটি খেলনার বলে জানান ডিবি।
ডিবি আরও জানায়, মোট ৫ জন এ অপহরণের সঙ্গে জড়িত। তাদেরকে গ্রেফতার করার জন্য কাজ চলছে। সাকিব চন্দনাইশের বিজিসি ট্রাস্টের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।