বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রীবাহী বাসে আগুন

  প্রকাশ : ২০১৯-০১-১৪ ১৫:৫৪:১০  


পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৪ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, বাঁশখালী স্পেশাল সার্ভিসের একটি বাস পেকুয়া টইটং এলাকা থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হয়ে প্রেমবাজার বাস স্ট্যান্ডের কাছাকাছি গেলে ইঞ্জিন বিকল হয়ে যায়। চালক পুনরায় ইঞ্জিন চালু করতে চাইলে বাসটির গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরের যাওয়ার সময় বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে বিস্তারিত রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছায়নি বলে জানান তিনি।



ফেইসবুকে আমরা