বাংলাদেশ, , শনিবার, ২৭ জুলাই ২০২৪

ঘাডশির ২২০ তম মাসিক সাহিত্য আড্ডা ও সেরা লেখিয়ে অনুষ্ঠান

  প্রকাশ : ২০১৯-১১-৩০ ২০:০১:১৭  

ঘাডশির ২২০ তম মাসিক সাহিত্য আড্ডা ও সেরা লেখিয়ে অনুষ্ঠানে বক্তারা :
যুগে যুগে কবি সাহিত্যিকরা জগৎ জীবনের আনন্দ বেদনা আর রহস্য আচরণ উম্মোচন ঘটিয়েছিলেন সাহিত্য চর্চার মাধ্যমে

পরিস্হিতি২৪ডটকম : ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের ২২০তম মাসিক সাহিত্য আড্ডা ও সেরা লিখিয়ে আসর চেরাগী পাহাড়স্থ কদম মোবারক স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আগ্রাবাদস্থ খাঁন ডেন্টালের স্বত্বাধিকারী ডাঃ বেলাল হোসেন উদয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাসিক কথন সম্পাদক ও শিশু সাহিত্যিক ফারুক হাসান। মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য সাহিত্য পরিষদ রাঙামাটি প্রধান সমন্বয়ক মনির আহমদ, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দীন, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান সাংবাদিক এ কে এম আবু ইউসুফ। এ সময় বক্তারা বলেন, যেখানে আমাদের আছে সাহিত্যের উপলব্ধি, সেখানে আমরা আনন্দকে দেখতে পায়। সত্যের অসম্পূর্ণ উপলব্ধিতে আনন্দের অভাব। আর সাহিত্যের মধ্যে শাশ্বত সত্যেরই অনুভব। যুগে যুগে কবি সাহিত্যিকরা জগৎ জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা আর রহস্য-আচরণ উম্মোচন করে যে অনির্বিচনীয় আনন্দ রসনাভূতি আস্বাদন করেন সাহিত্য তারই প্রকাশ। সাহিত্য পাঠে পাঠক সেই দ্বৈববাণীও উপলব্ধি করেন। বক্তারা আরো বলেন, ঘাডশি চট্টগ্রাম শহরের প্রবীন একটি সাহিত্য সংগঠন। এ সংগঠনটির প্রবীন লেখকদের পাশাপাশি নতুন লেখকদের মূল্যায়ন করে আসছে। নবীন লেখকদের জাগিয়ে তুলার জন্য ঘাডশি যে সব উদ্যোগ গ্রহণ করেছে সত্যি তা প্রশংনীয়। বক্তারা সাহিত্য ম্যাগাজিনের প্রয়োজনীয়তা অনুভব করেন। উপস্থিত ছিলেন, কবি ও ছড়াকার রথিদ্রজিৎ হিরো, কবি ও গল্পকার অভিলাষ মাহমুদ, খোবাইব হামদাদ, ফরহাদ মিয়া, জান্নাততল ফেরদৌস সুনিয়া, নুর নাহার নিপা, মডেল অভিনয় শিল্পী তারেখ খানসহ আরো অনেকে। উপস্থিত সকলে স্বরচিত কবিতা ও ছড়া আবৃতির মাধ্যমে সাহিত্য আড্ডা মাতিয়ে তোলেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা