বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

খাজা নগর সমাজ কল্যাণ কমিটির চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-০৪-১৬ ২০:০৭:৪১  

পরিস্হিতি২৪ডটকম : আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের প্রতি যত্নবানশীল হন। তাদেরকে এখন থেকে যেভাবে তৈরি করবেন ভবিষ্যতে তারা আপনাকে ওইভাবে ফল দিতে শুরু করবে। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, গানের সময় গান, বিনোদনের সময় বিনোদন বিশেষ করে শিশু সহ প্রত্যেকটি মানুষের জীবনে এই বিষয়টুকু মেনে চলতে হবে। তাহলে জীবনটা খুব সুন্দর হবে। শিশুদের প্রতি কঠোর হবেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৪নং ওয়ার্ড কমিশনার সাইফুদ্দিন খালেদ সাইফু এসব কথা বলেন। এলাকার উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, আমি কমিশনার থাকাকালীন ৪ নং ওয়ার্ড এর এলাকা গুলোতে যে পরিমাণ উন্নয়ন কার্যক্রম হয়েছে, বিগত যারা কমিশনার ছিল তাদের আমলে এই উন্নয়ন কার্যক্রম সাধিত হয়নি। এমন কি ৪ নং ওয়ার্ডের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে আমি পাঁয় পাঁয় করে প্রতিটি হিসাব জনগণকে বুঝিয়ে দিতে পারব, জনগণ চাইলে আমি হিসাব দিতে রাজি আছি। আমি কাজে বিশ্বাসী, কথায় নয়। ৪ নং ওয়ার্ডের এলাকাবাসীদের প্রতি আমার অনুরোধ, অতীতে আপনারা যেভাবে আমার সাথে থেকে এলাকার উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতে আপনারা আমার সাথে থেকে এলাকার উন্নয়নের পাশাপাশি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার চেষ্টা অব্যাহত রাখবো আশা রাখি। খাজা নগর সমাজ কল্যাণ কমিটি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান নগরীর খাজা রোডস্থ সমাজ কল্যাণ কমিটির মাঠে গত শুক্রবার বিকাল ৪ টায় সংগঠনের কার্যকরী সদস্য মিরাজ ও ধর্ম সম্পাদক জহির এর সঞ্চালনায় এবং সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও এন এম সি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসান মোহাম্মদ জোনায়েদ। প্রধান বক্তা ছিলেন অত্র এলাকার সাবেক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। এতে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ বাবুল, মোহাম্মদ সেলিম, মোঃ ইসকান্দার, উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক আহমেদ রাকিব, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান মাসুদ, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সাজ্জাদসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা