পরিস্হিতি২৪ডটকম : একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির মধ্যে জামানত হারাচ্ছেন চট্টগ্রামে বিএনপ‘র শীর্ষ নেতৃবৃন্দ। দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, এলডিপির প্রধান, কারাবন্দী প্রার্থীও রয়েছেন এ তালিকায়। খবর বার্তা
এছাড়াও জামানত খোয়ানোর তালিকায় রয়েছেন বিভিন্ন দল ও স্বতন্ত্রভাবে অংশ নেওয়া ৩৫ প্রার্থী।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ভোট পর্যবেক্ষণ করে এমন চিত্র চোখে পড়ে। সেখানে দেখা যায়, মোট আসনের মধ্যে চারটিতে রক্ষা পেলেও বাকিগুলোতে ধানের শীষের প্রার্থীর জামানত বাতিল হয়েছে।
নগরীর তিনটি গুরত্বপূর্ণ আস পরপর তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামানাত হারাচ্ছেন।
চট্টগ্রাম-১০ আসনে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ১০৫ ভোটের জন্য তার জামানত হারিয়েছেন।
২০ দলীয় জোটের অন্যতম শরিক দল এলডিপি’র প্রধান কর্নেল অলি আহমদ বীর বিক্রম চট্টগ্রাম-১৪ আসনে জামানত বাতিল হয়েছে।
এছাড়াও মর্যাদার লড়াই হিসেবে খ্যাতে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত চট্টগ্রাম-৯ আসনে দলটির নগর বিএনপির সভাপতি ও কারাবন্দী ডা. শাহাদাত হোসেন জামানত হারিয়েছেন।
তবে চট্টগ্রাম-৮ আসনে দলটির প্রার্থী আবু সুফিয়ানের জামানত বহাল রয়েছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।