পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার কেশুয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি)’র সভাপতি ও বরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজ আহমদের মৃত্যুতে এক স্মরণসভা ২৪ এপ্রিল বৃহস্পতিবার কেশুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএমসি সভাপতি শের আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন মাস্টার মোজাহের হক। বিশেষ অতিথি এসএমসি’র সদস্য মোক্তার আহমেদ, দাতা সদস্য রেজাউল করিম, প্রবীণ শিক্ষক জানে আলম মাস্টার, জামাল আহমেদ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, কবি শামসুদ্দিন হেলাল, সমাজসেবক আবু সুফিয়ান, আহমদ হোসেন, সেকান্দর হোসেন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শিবু কান্তি চৌধুরী, মাস্টার বাহাদুর খান, কাজী আবুল কালাম আজাদ, সাবেক ইউপি মেম্বার সেলিম উদ্দিন, কুলসুমা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিরাজ আহমদের মতো নির্লোভ, ত্যাগী ও শিক্ষানুরাগী মানুষ সমাজে বিরল। তিনি ন্যায়বিচার ও ভালো কর্মের মধ্যদিয়ে অমর হয়ে থাকবেন। বক্তারা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।