বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

কেজিডিসিএল অফিস প্রাঙ্গনে ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান

  প্রকাশ : ২০১৯-০৪-১৭ ১৯:৫৮:০৯  

পরিস্হিতি২৪ডটকম : আজ ১৭ এপ্রিল ২০১৯ইং বুধবার ষোলশহর সিডিএ এভিনিউ কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ (কেজিডিসিএল) অফিস প্রাঙ্গনে অনুমোদিত ও জামানতের অর্থ পরিশোধকৃত অপেক্ষামান আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রাখার প্রতিবাদে ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের এক বিক্ষোভ সমাবেশ ও কেজিডিসিএল এর এম.ডিকে স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন কেজিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকের নিকট থেকে কোটি কোটি টাকা গ্রহণ করে এবং গ্রাহকের সঙ্গে চুক্তি করে গত ৪ বছর যাবত সংযোগ না দিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আজকের স্মারকলিপিতে কেজিডিসিএল এর কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে বলে দিতে চাই চট্টগ্রামে প্রায় ২৫ হাজার গ্রাহকের টাকা নিয়ে গ্যাস সংযোগ না দিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করেছেন। প্রায় ২৫ হাজার গ্রাহকসহ আবাসিক ঠিকাদারদের চার বছর পর্যন্ত যে কষ্ট দিচ্ছেন এবং হয়রানি করছেন তার জন্য কেজিডিসিএল কর্তৃপকে দায়ী থাকতে হবে। এর জন্য জনতার আদালতে কেজিডিসিএল কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। অতএব কেজিডিসিএল কর্তৃপক্ষ আর কোন ধরনের বাড়াবাড়ি না করে অনতিবিলম্বে এ ২৫ হাজার আবাসিক গ্রাহকের (যারা টাকা পরিশোধ করিয়াছেন) গ্যাস সংযোগ সহ বর্ধিত চুলায় অনতিবিলম্বে গ্যাস সংযোগ প্রদান করুন। অন্যাথায় রমজানের পরে জনস্বার্থে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বিক্ষোভ সভা শেষে কেজিডিসিএল এর এমডিকে রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এ কে এম অলিউলাহ হক, মো: সেলিম হোসেন চৌধুরী, মানিক হাওলাদার, নবী চৌধুরী, মো: ইলিয়াছ, নেছারুল হক, বাদল দাশ, এম এ শাহেদ ইকরাম চৌধুরী, হারুনুর রহিম, নাজমুল হক, শাহজাহান সুফি, নেছার আহমদ, মোস্তফা কামাল, আবদুল মালেক শেখ, মোশাররফ হোসেন, আবু তাহের, সিদ্দিকুর রহমান, এম এ হামিদ রিপন প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা