বাংলাদেশ, , রোববার, ৩ নভেম্বর ২০২৪

কাপাসগোলা ই পি আই জোন’র উদ্যোগে কর্মজীবি ও বস্তিবাসীদের ফ্রি টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২৩-১০-২৯ ১৮:৪৬:২১  

পরিস্থিতি২৪ডটকম : কাপাসগোলা ই পি আই জোন’র উদ্যোগে শুক্রবার চট্টগ্রাম সিটিকর্পোরেশন স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কর্মজীবি ও বস্তিবাসীদের ফ্রি টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্প্রসারিত টিকাদান কার্যক্রম (নিয়মিত টিকাদান কার্যক্রম) কর্মজীবি মহিলাদের সুবিধার্থে ০-১ বৎসরের কমবয়সী শিশুদের এবং ১৫-৪৯ বৎসরের মহিলাদের বাদপড়া ও ঝরেপড়া শিশু ও মহিলাদের জন্য প্রধান স্বাস্থ্য কর্মকর্তার চসিক’র নির্দেশনার আলোকে কাউন্সিলর মহোদয়ের সার্বিক সহযোগিতায় টিকাদান কার্যক্রম সম্পাদন করা হয়। টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ডা. তপন কুমার চক্রবর্তী, জোনাল মেডিকেল অফিসার চসিক, মৃনাল দাশ, ই পি আই টেকনিশিয়ান চসিক মো. শাহজাহান, ইমেজ’র সার্ভিস প্রমোটর বরুণ কুমার আচার্য এবং চসিক এর প্যারামেডিক জয়ন্তী দাশ, উজ্জ্বলা দাশ, স্বাস্থ্যসহকারীগণ, সমাজকর্মী আনোয়ারা আলম। এখানে উল্লেখ্য যে, কর্মজীবি ও বস্তিবাসীদের জন্য উক্ত কার্যক্রম বন্ধের দিন শুক্রবার আয়োজন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা