বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

কবি ও অনুবাদক হায়াৎ সাইফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  প্রকাশ : ২০১৯-০৫-১৪ ১২:১৭:২৫  

পরিস্হিতি২৪ডটকম : একুশে পদকপ্রাপ্ত কবি ও অনুবাদক হায়াৎ সাইফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সোমবার রাত সোয়া ১২টার সময় কবি ও অনুবাদক হায়াৎ সাইফ রাজধানীর ইউনাইটেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় কমিশনার, জনসংযোগ ও প্রকাশনা এবং আন্তর্জাতিক ইউনিয়ন অব মুসলিম স্কাউটসেরভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



ফেইসবুকে আমরা