বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

কক্সবাজার দন্ত চিকিৎসক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা

  প্রকাশ : ২০১৯-০৩-০২ ১৯:৫৮:১৪  

পরিস্হিতি২৪ডটকম : মানুষের মৌলিক চাহিদার অন্যতম চাহিদা সু স্বাস্থ্য। সুস্থ জাতি গঠনে সু স্বাস্থ্যই মূল। সুন্দর ও সুশৃঙ্খল জাতি গঠনে অবশ্যই সু স্বাস্থ্য অনিবার্য সোপান। এরই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে ব্যাপক পরিবর্তন এনেছে। এর সুফল দেশের জনগণ পাচ্ছে। সরকারের ধারাবাহিক স্বাস্থ্য সেবার উন্নয়নে বদলে গেছে দেশের স্বাস্থ্য সেবার উন্নয়ন চিত্র। প্রান্তিক জনগোষ্ঠির হাতের নাগালেও পৌছৈ গেছে সরকারের পরিকল্পিত স্বাস্থ্য সেবার সুযোগ সুবিধা। সরকারের এ কর্ম পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে গ্রামীণ পল্লী চিকিৎসক ও প্রাথমিক দন্ত চিকিৎসক। সরকারের পরিকল্পিত স্বাস্থ্যসেবার উন্নয়নে ও স্বাস্থ্য সম্মত জাতি গঠনে প্রাথমিক দন্ত চিকিৎসকদের অবদান অস্বীকার্য। কক্সবাজার দন্ত চিকিৎসক কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তারা এ কথা বলেন।
কক্সবাজার দন্ত চিকিৎসক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা গত ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালা কক্সাবাজার সমুদ্র সৈকতের হোটেল বীচওয়ে হলরুমে সংগঠনের সভাপতি ডা: মো: রমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার ডেপুটি সিভিল সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার বিশেষজ্ঞ চিকিৎসক ও সমাজসেবী ডা: মুহাম্মদ মুছা, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক ও সিটিজি পোস্ট ডটকমের সম্পাদক স ম জিয়াউর রহমান, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা: মো: জামাল উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আখতার আহমদ, বিজয় ৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা: আর কে রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি সিভিল সার্জন ডা: আলমগীর বলেন, সরকারের পরিকল্পিত স্বাস্থ্য সেবার উন্নয়নের পিছনে ডিগ্রীধারী প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তেমনি এ অগ্রগতির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রাথমিক দন্ত চিকিৎসকরাও। কারও অবদান ছোট করে দেখার বিষয় নয়। বড়রা যেমন বড় অবদান রাখে তেমনি ছোটরাও ছোট ছোট অবদান রাখছে। সকলের সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলাদেশ।
সভায় বক্তারা বলেন, সবার সমান সুযোগ সম্বলিত উন্নয়নের ফলে সরকারের স্বাস্থ্য সেবার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্যসেবার উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত জাতি গঠনে নিরলসভাবে কাজ করছে পল্লী চিকিৎসক ও প্রাথমিক দন্ত চিকিৎসক। সারা দেশে প্রায় ২০ লাখেরও বেশি পল্লী চিকিৎসক এবং দেড় লাখেরও বেশি প্রাথমিক দন্ত চিকিৎসক স্বাস্থ্য সেবার উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে অনস্বীকার্য ভূমিকা রাখছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো: আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির পরিচালক ডা: বেলাল হোসেন উদয়ন, ডা: নূর মোহাম্মদ খান, সংগঠনের সহ সভাপতি ডা: ফরিদা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক ডা: মো: আলমগীর হোসেন, অর্থ সম্পাদক ডা: এম মাহমুদুল কবির শোয়াইব, সহ সাংগঠনিক সম্পাদক ডা: সৈয়দ এমএ মুছা, ডা: ইকবাল হাসান, প্রচার সম্পাদক ডা: আরিফুর রহমান মানিক, সাংস্কৃতিক সম্পাদক ডা: অনুরাধা শর্মা, সদস্য ডা: মো: আইয়ুব খান, ডা: কোহিনুর আক্তার, সাংবাদিক আব্দুর রাজ্জাক, ডা: এইচএম মুবিন শিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



ফেইসবুকে আমরা