বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর কনফারেন্স ২০১৯-এ চট্টগ্রামে সেরা দ্বিতীয় হলেন লাবিব মার্কেটিং কোম্পানি

  প্রকাশ : ২০১৯-০৩-১৩ ১৬:১৮:৪৪  

পরিস্হিতি২৪ডটকম : দেশের সর্বাধিক জনপ্রিয় ব্যান্ড ওয়ালটনের চলমান বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্য এবং ওয়ালটনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে গভীরভাবে সুদৃঢ় করতে ওয়ালটন গ্রুপের আয়োজনে ওয়ালটন ডিস্ট্রিবিউটর কনফারেন্স ২০১৯ গত ১২ মার্চ মঙ্গলবার গাজীপুরস্থ কালিয়াকৈর চন্দ্রায় ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামে দ্বিতীয় সেরা ডিস্ট্রিবিউটর হিসাবে বিশেষ সম্মাননা স্বর্ণপদক অর্জন করেন চট্টগ্রাম কালুরঘাট মোহরাস্থ ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার লাবিব মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক আলহাজ্ব শাখাওয়াত হোসেন। তাঁর এই অর্জনে অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘ দশ বছর যাবৎ ওয়ালটন গ্রুপের সাথে ব্যবসা করে যাচ্ছি। বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে দেশীয় কোম্পানির সাথে এই ব্যবসার বন্ধন যেমনি দিয়েছে সামাজিক মর্যাদা তেমনি ব্যবসায়িকভাবে লাভবান হয়েছি। দেশীয় গুণগত মানসম্পন্ন এই পণ্যের ব্যবসার পাশাপাশি জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই । এই অনুষ্ঠানে আমাকে বিশেষভাবে সম্মানিত করায় ওয়ালটন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তাঁর এই বিশেষ সম্মাননা স্বর্ণপদক অর্জনে চট্টগ্রামে লাবিব মার্কেটিং কোম্পানির পক্ষ থেকে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করা হয় এবং অনলাইন নিউজ পোর্টাল পরিস্থিতি২৪ডটকম’র পক্ষ থেকে আলহাজ্ব শাখাওয়াত হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।



ফেইসবুকে আমরা