বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

এতিম দুঃস্থদের জন্য ১ বেলা রান্না করা খাবারের আয়োজন করল হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশন

  প্রকাশ : ২০১৯-০৪-১৫ ১৯:১৪:০৮  

পরিস্হিতি২৪ডটকম : ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার নগরীর চান্দগাঁও থানাধীন চান্দারবাড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের আয়োজনে এতিম, দুঃস্থ, অসহায় ও পথ শিশুদের মাঝে ১ বেলা রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসেন মুরাদ এই আয়োজনের ব্যবস্থা করেন। এসময় ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান ফারজানা নাসরিন, ডাঃ মোহাম্মদ শাহজাহান, আদনানুর রহমান, ফাউন্ডেশনের সদস্য শিক্ষক রহিম উদ্দিন, শিক্ষক ওয়াহিদুল ইসলাম, আসাদুজ্জামান রাসেল, জোবাইদা সুলতানা লাকী, জিটন দত্ত, নবীর হোসেন প্রমূখ। এই সময় সংক্ষিপ্ত আলোচনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসেন মুরাদ বলেন, প্রতিবারের ন্যায় এবছরও এতিম দুঃস্থদের জন্য ১বেলা খাবারের ব্যবস্থা করতে পেরে আনন্দিত হয়েছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম ধারাবাহিকভাবে বজায় থাকবে। এই সময় তিনি আরো বলেন, দুঃস্থদের সেবা করা নৈতিক কর্তব্যে। ভেদাভেদ ভূলে সমাজের ভিত্তশালীরা যদি হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে আসে সমাজ আরো সুন্দর হবে।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা