বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছি, তাতে কী ?

  প্রকাশ : ২০১৯-০৩-০৭ ১৯:৪৬:০৪  

পরিস্হিতি২৪ডটকম : বলিউডের ছবি ‘জুলি -২’ এর অভিনয় দিয়েই আলোচনায় আসেন অভিনেত্রী লক্ষী রায়। এরপর থেকেই শুরু হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। ‘জুলি -২’-তে নগ্ন হয়ে ক্যামরার সামনে হাজির হন এই অভিনেত্রী। আর কয়েকটি দৃশ্যে তাকে বিছানায় দেখা গিয়েছে রগরগে অবতারে। এমন দৃশ্যই তাকে এনে দিয়েছে সাহসী অভিনেত্রীর তকমা। তবে তকমা পেলেও তাকে নিয়ে সমালোচনা কিন্তু শেষ হয়নি। আর তাই খোলামেলা অভিনয়ের পাশাপাশি খোলামেলা বক্তব্যেও বেশ পটু এই অভিনেত্রী।
সম্প্রতি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কড়া ভাষাতেই সমালোচনার জবাব দিয়ে তিনি জানান, বেশ কিছুদিন হলো নিন্দুকরা তাকে ছোট করার চেষ্টা করছে। একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি বলে মন্তব্য করেছে অনেকেই।
এইসব মন্তব্যের পর লক্ষী জানান, ‘আমি একাধিক পুরুষের সঙ্গে অনেকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছি। তাতে কী হয়েছে? আমার জীবন নিয়ে লোকজনের এত আগ্রহ কেন? আমি শিল্পী, আমার শিল্পটাকেই প্রাধান্য দেওয়া উচিত। ব্যক্তিজীবন নিয়ে কারো নাক না গলানোই ভাল।’
এ সময় তিনি বলেন, ‘এরপরও কেউ তার জীবন নিয়ে কলঙ্ক রটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



ফেইসবুকে আমরা