বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  প্রকাশ : ২০১৯-০১-০৮ ১৪:৪৭:০৯  

পরিস্হিতি২৪ডটকম : ঈশ্বরদীর পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (২৬) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে হার্ডিঞ্জ ব্রিজে রং করার সময় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম ঈশ্বরদীর চররূপপুর গ্রামের ফটু মার্কেট এলাকার চুন্নু প্রামাণিকের ছেলে। হার্ডিঞ্জ ব্রিজের রং করার কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস জানান, শরিফুল হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের উপরে উঠে রং-এর কাজ করছিল। এ সময় গার্ডারের পাশে বিদ্যুৎ লাইনের সঙ্গে তার শরীর স্পর্শ হলে তিনি গার্ডার হতে ব্রিজের রেল লাইনের উপর পড়ে যায়। এতে তার মাথা, মুখ ও পায়ে আঘাত লাগে। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।



ফেইসবুকে আমরা