বাংলাদেশ, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা রোহিঙ্গা সংকটের আঞ্চলিক সমাধানের পদক্ষেপ নিচ্ছে

  প্রকাশ : ২০১৯-০১-২০ ১৫:০০:২২  

পরিস্হিতি২৪ডটকম : রোহিঙ্গা সংকটের একটি আঞ্চলিক সমাধান বের করার ওপর জোর দিয়েছেন দক্ষিণ-পূর্ব-এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা।

থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অনুষ্ঠিত আসিয়ানের এক দিনের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।

তবে তাদের ভাষ্য, এই প্রক্রিয়ার সাফল্যের জন্য মিয়ানমার সরকারের সহযোগিতা জরুরি।
গত বছর সংখ্যালঘু রোহিঙ্গা গোষ্ঠীর ওপর ব্যাপক গণহত্যা ও নির্যাতন চালায় মিয়ানমারের সেনাবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ মিয়ানমার সেনাবাহিনীর এমন হত্যাকাণ্ড ও নির্যাতনের কড়া সমালোচনা করেন।
মিয়ানমার সেনাবাহিনীর হত্যা-ধর্ষণ ও নির্যাতনের হাত থেকে বাঁচতে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে।

এছাড়াও মিয়ানমারের রাখাইন প্রদেশের হাজার হাজার শরণার্থী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়ও।



ফেইসবুকে আমরা