বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

আল্লামা নূরে বাংলাকে নিঃশর্তে মুক্তির দাবীতে দাওয়াতে সূফীর মানববন্ধন

  প্রকাশ : ২০২০-০১-১৪ ১৯:০১:৩৩  

পরিস্থিতি২৪ডটকম : ১৪ জানুয়ারি ২০২০ বিকেলে চন্দনাইশ উপজেলার রোওশনহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আহলে সুন্নাত ওয়াল জাম’আত এর শীর্ষস্থানীয় আলেম, সুন্নীয়তের উজ্জ্বল নত্র, খ্যাতিমান বক্তা ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ মাহবুবুল হক নূরে বাংলার মুক্তির দাবিতে দাওয়াতে সূফী বাংলাদেশ এর উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে চন্দনাইশে জাঁহাগিরিয়া শাহ্ছুফি মমতাজিয়া দরবার শরীফের ভক্ত অনুরাগী, দাওয়াতে সূফী বাংলাদেশ এর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, ইসলামী ফ্রন্ট ও সুন্নী জনতার পরে বিভিন্ন আলোচকগণ ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ মনজুর আলী, শাহজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনছুর, আলহাজ্ব শাহজাদা খাজা মোহাম্মদ মোবারক আলী, আলহাজ্ব শাহজাদা মাওলানা মোহাম্মদ মহিব্বুলাহ হাশেমী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, মুফতী মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন মমতাজী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইদ্রিস কাদেরী, মাওলানা অলি আহমদ, মোঃ হাবিবুর রহমান, মাওলানা মোঃ রেজাউল করিম, মাওলানা মোহাম্মদ আবদুল মন্নান, মাওলানা আহমদ হোসাইন, মাষ্টার মোহাম্মদ রায়হান উদ্দিন, মোঃ মিজবাহ, মোঃ রিদুয়ান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেছেন আল্লামা নূরে বাংলাকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুন্নী জনতার প্রতি সরকার যথার্থ দায়িত্ব পালন করার আহ্বান জানান। আল্লামা নূরে বাংলা একজন শান্তিপ্রিয় ও সুন্নী জনতার পরে সৎ ও নিষ্ঠাবান বক্তা। ইসলামের আদর্শ ও কোরআন-হাদিসের পরে দলিল দিয়ে তিনি বক্তব্য রাখেন। তাঁর জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য রাজনীতিকভাবে তাঁর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নেতৃবৃন্দরা আরো বলেছেন, নূরে বাংলাকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা