বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আজ রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক

  প্রকাশ : ২০১৯-০২-২৫ ১৫:০১:০৩  

পরিস্হিতি২৪ডটকম : চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশের জন্য সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
এ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
এদিকে চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। চারদিনের বিরতির পর রবিবার সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করলে সংসদ তা সর্বসম্মতক্রমে গ্রহণ করে।



ফেইসবুকে আমরা