বাংলাদেশ, , রোববার, ৩ নভেম্বর ২০২৪

আগুন লেগে বাঁশখালীতে পুড়েছে ১২টি দোকান

  প্রকাশ : ২০১৯-০৫-২১ ১৬:৪৫:৩১  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুন লেগে অন্তত ১২টি দোকানপাট পুড়ে গেছে।মঙ্গলবার ভোররাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের প্রধান সড়ক সংলগ্ন কে বি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার লটিন বসনু জানান, ভোরে ব্যবসায়ী চত্তি রঞ্জনের মালিকানাধীন কসমেটিকস ও সেন্ডেলের দোকানে ধূপ জ্বালানোর সময় আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পাশের দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে বাঁশখালীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় পৌনে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে যায় ১২টি দোকান।

আগুনে অন্তত দেড় কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।



ফেইসবুকে আমরা