বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে

  প্রকাশ : ২০১৯-০২-০৬ ১৭:১১:৩০  

পরিস্হিতি২৪ডটকম : ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলা সমূহের উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজ বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর একথা জানিয়েছে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ৪৮ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩৭ মিনিটে।



ফেইসবুকে আমরা