পরিস্হিতি২৪ডটকম : শিক্ষার প্রসার মেধার লালন ও সামাজিক উন্নয়নে নিবেদিত হাজি মোস্তফা বেগম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মরহুমা হাজি মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীা ২০১৮ এ উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১ মার্চ ২০১৯ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় চান্দগাঁও হামিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায় অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-০৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মইন উদ্দিন খান বাদল। এই উপলক্ষে এক প্রস্তুতি সভা নগরীর সানোয়ারা আবাসিক এলাকায় ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদের সভাপতিত্বে আজ ২৭ ফেব্র“য়ারি ২০১৯ বুধবার বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান ফারজানা নাসরিন, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) এর চেয়ারম্যান একেএম আবু ইউসুফ, প্রকৌশলী ফেরদৌস ওয়াহেদ মিন্টু, উপাধ্য আবুল কাশেম, ফাউন্ডেশনের মহাসচিব রাজীব দত্ত, শিক্ষক ভবতোষ সরকার, রহিম উদ্দিন, মৌ দত্ত, ওয়াহিদুল আলম, পারুল আকতার, মেরিন, পিংকি বড়য়া প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের ও সকল শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্হিত থাকার জন্য সবিনয়ে অনুরোধ করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ।