পরিস্হিতি২৪ডটকম : নগরের জামালখান মোড়ের জায়ান্ট স্ক্রীনে শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনীভিত্তিক প্রামান্যচিত্র‘হাসিনা: অ্যা ডটার্স টেল’।
এসময় উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এছাড়াও উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের মহাজোটের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ নগর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, জননেত্রী শেখ হাসিনার জীবনের অজানা ঘটনাগুলো মানুষের মাঝে তুলে ধরতে তাঁর জীবনীভিত্তিক এই প্রামান্যচিত্রটি প্রদর্শন করানো হচ্ছে। বিশেষ করে বিভিন্ন সময় তাঁর মৃত্যুমুখ থেকে ফিরে আসার ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। এই প্রামান্যচিত্র ব্যক্তিগতভাবে আমাকে খুব নাড়া দিয়েছে। সেই আবেগ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।