বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

অসহায় মুক্তিযোদ্ধা সুরুজ মিয়ার পাশে হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশন

  প্রকাশ : ২০১৯-০১-০৫ ১৯:৩২:৫৮  

পরিস্হিতি২৪ডটকম : গতকাল ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার বিকেলে কর্ণফুলী নদীর ওপারে ইছানগরের ভাড়া বাসায় বার্ধ্যক্যজনিত নানান রোগে আক্রান্ত দরিদ্র ও অসহায় মুক্তিযোদ্ধা সুরুজ মিয়াকে দেখতে গেলেন হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের প্রতিনিধিগণ। ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষাবিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদের নেতৃত্বে এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মৃণাল কান্তি দাশ, মহানগর যুবলীগ নেতা বাবু দে, ফাউন্ডেশনের সদস্য মোঃ আবদুল মজিম, মোঃ জনি, মোঃ আমির হোসেন, মোঃ দিলোয়ার হোসেন, মোঃ মোবারক হোসেন, রাজীব দত্ত, নাসির, পারভেজ, রুমা আকতার, আকবর হোসেন, জনি, রানা, মাইনুদ্দিন, ইমন প্রমূখ। এইসময় মুক্তিযোদ্ধা সুরুজ মিয়ার পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন। বার্ধ্যক্যজনিত নানান রোগে আক্রান্ত দরিদ্র ও অসহায় এই মুক্তিযোদ্ধা বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন। টাকার অভাবে সু-চিকিৎসা থেকে বঞ্চিত। ভাল-মন্দ খাওয়াতো দুরের কথা তিন বেলা খাবার খেতেও এখন নির্ভর করতে হয় অন্যের উপর। বাপ-দাদার ভিটামাটি ও আবাদি জমি নদী ভাঙ্গনে বিলীন হয়েগেছে। এখন মাথা গোজার ঠাঁই পর্যন্ত নাই। চট্টগ্রাম নগরীর অদুরে কর্ণফুলী নদীর ওপারে একটি সেমিপাকা ঘরে পরিবার পরিজন নিয়ে থাকেন তিনি। অসুস্থ মুক্তিযোদ্ধা সুরুজ মিয়াকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সু-চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা