বাংলাদেশ, , বুধবার, ৯ অক্টোবর ২০২৪

অনির্দিষ্টকালের নৌ রুট ধর্মঘট রাঙামাটিতে

  প্রকাশ : ২০১৯-০৪-১০ ১৩:১০:৩০  

পরিস্হিতি২৪ডটকম : আজ বুধবার সকাল থেকে কাপ্তাই হ্রদে চলাচলরত অবৈধ স্পিড বোট ও স্টাফ বোট বন্ধের দাবিতে রাঙামাটির নৌ রুটে ধর্মঘট পালন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। ধর্মঘটের ফলে আটকা পড়েছে রাঙামাটির উপজেলা গুলোতে যাওয়া শত শত যাত্রী।

পাহাড়ের চলমান বৈসাবী উৎসবের সময় কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটে দূর দুরান্ত থেকে আসা যাত্রীরা রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে জড়ো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈন উদ্দিন সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, রাঙামাটির কাপ্তাই হ্রদে চলাচলরত অবৈধ স্পিড বোট ও স্টাফ বোট বন্ধের প্রশাসনের কোন সহযোগিতা না পাওয়ায় এই কর্মসূচি।

উল্লেখ, রাঙামাটি জেলা কাপ্তাই হ্রদ বেষ্টিত জেলা। কাপ্তাই হ্রদের লঞ্চ, বোট যোগে জেলার ৬টি উপজেলায় যাতায়াত করে যাত্রীরা।আকস্মিক ধর্মঘটে বিপাকে পড়েছে শত শত যাত্রী।



ফেইসবুকে আমরা