বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি ২০১৯ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

  প্রকাশ : ২০১৯-০১-৩০ ১৩:৪৮:৪৯  

পরিস্হিতি২৪ডটকম : আজ ৩০ জানুয়ারি ২০১৯ তারিখ রোজ বুধবার আগ্রাবাদস্থ পাঠাটুলী নাজিরপুল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস-১ এ এসএসসি ২০১৯ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল মো: আমজাদ হোসাইন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপ্যাল সায়লা আজনীন, কো-অর্ডিনেটর রওশন মুক্তা, শিক্ষিকা নুসরাত জেরিন, নিবেদিতা বড়ুয়া, শিক্ষক মোঃ রুবেল, মোঃ আজিজুল হক, মাহমুদা আক্তার, প্রিতম বড়ুয়া, হালিমা আক্তার, তহিদা আক্তার, মোকাররাম নিরা, সানজিদা জেরিনসহ অন্যান্য ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল মো: আমজাদ হোসাইন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ ও জাতি গড়ার সোপান। উন্নত জাতি গঠনে সর্বাঙ্গে শিক্ষার ভূমিকা অস্বীকার্য। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি ততবেশি উন্নত হবেই। শিক্ষা জীবনে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বার ভবিষ্যৎ দেশ গড়ার ভূমিকা রাখবে। তাই প্রতিটি শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতাবোধ সম্পন্ন আদর্শ চরিত্রগঠনের মধ্যদিয়ে পড়ালেখা চালিয়ে নিতে হবে। তাহলেই জীবনে সফল হওয়া সম্ভব। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা