বাংলাদেশ, , বুধবার, ৮ মে ২০২৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৪-০৩ ১৮:৫২:৩৯  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর সাধারণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, জনগণের জন্য রাজনীতি। সেই রাজনীতি করতে হলে অবশ্যই জনগণের মঙ্গল কামনা করে কাজ করতে হবে জনগণকে সাথে নিয়ে। স্বাধীনতা অর্জন বড় নয়, রক্ষা করা কঠিন। আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে পেরেছি কিনা নিজেকে প্রশ্ন করতে হবে তাহলে আপনি প্রকৃত রাজনীতিবিদ। বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন কলেজের ভিপি থাকাকালীন ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনেছেন মাটিতে দূর্বা ঘাসের উপর বসে। তিনি যদি মনে করতেন, তিনি মঞ্চে যাবেন, নেতারা তাকে কোলে করে নিয়ে যাবেন, কিন্তু তিনি তা করেননি,তিনি এমন রাজনীতি করেছেন জনগণকে ভালোবেসে জনগণের সুখ দুঃখের সাথী হয়ে পাশে দাঁড়াবেন, তিনি তাই করেছেন। আমাদেরকে যদি শেখ হাসিনার কর্মী হতে হয় সেই রাজনীতির চর্চা আমাদের করতে হবে। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী বলেন, আমাদের আজকের এই স্বাধীনতা লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ ৭০ হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে। দেশের প্রতিটি মানুষ যেন সেই স্বাধীনতা ভোগ করতে পারে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে এদেশের প্রত্যেকটি মানুষের জন্য সেই স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা নগরীর খাজা রোডস্থ অর্কিড কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তাহের রিপন এবং প্রচার সম্পাদক মোঃ জাচিম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী, চান্দগাঁও ৪নং ওয়ার্ডেও সাবেক কমিশনার ও চান্দগাঁও থানা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য বেবি বড়–য়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজী মমতাজ বজল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মহানগর যুবলীগ নেতা আলহাজ্ব তছকির আহম্মেদ, মহানগর যুবলীগ নেতা এসরারুল হক এসরাল। এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা শেখ মুন্সি, হাজী মোহাম্মদ লিয়াকত আলী, জামাল উদ্দিন বাচ্চু,হাজী ইয়াকুব, তারেকুল ইসলাম দিনু, শাহ আলম কন্ট্রাক্টর, মনসুর কন্ট্রাক্টর, সাইফুদ্দিন সাইফু, সহ-সভাপতি মোহাম্মদ নাছের, মোঃ বাহার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন রুবেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক মোঃ আফছার, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ আবু, সহ-অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার প্রমূখ। এতে সংগঠনের সকল সদস্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেইসবুকে আমরা