বাংলাদেশ, , বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

হযরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ এর ৩০তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-০৮-২২ ১৮:০৮:২৮  

পরিস্হিতি২৪ডটকম : গত ২১ আগস্ট, ৬ ভাদ্র, বুধবার ফটিকছড়ি সৈয়দ বাড়ী বক্তপুর ভাণ্ডারে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী কেবলা কাবার প্রধান খলিফা মাইজভাণ্ডারী দর্শনের মানসপুত্র কুতুবুল ইরশাদ শাহসুফি হযরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ মাইজভাণ্ডারীর পবিত্র ৩০তম ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় ভক্তপুর ভান্ডার ওরশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি সৈয়দ জাবের সরোওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ওরশ শরীফে সদারত করেন মেহমানে আলা বক্তপুর ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ নুরুল আতাহার (ম.) মাইজভাণ্ডারী। ওরশ শরীফের কর্মসূচীর মধ্যে ছিল- খতমে কোরআন, রওজা শরীফে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা। ভক্তপুর ভান্ডার কেন্দ্রীয় পর্ষদের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহর সান্নিধ্য হযরত মওলা আলী একাডেমীর চেয়ারম্যান সৈয়দ বদিউজ্জামান শাহ মাইজভাণ্ডারী। প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া হক মঞ্জিল, উম্মুল আশেকীন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান শিক্ষক বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক হাফেজ মাওলানা আবুল কালাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বক্তপুর শুক্কুর মোহাম্মদ জামে মসজিদের খতিব মাওলানা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আরজে একাডেমির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন জিকু, বিশিষ্ট মরমী গবেষক ও বহু গ্রন্থপ্রণেতা লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, মোঃ আবদুস সালাম পিবলু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের হাটহাজারী উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী এস.এম.কাইয়ুম।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা