বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সারাহ-হাবিব ট্রাস্ট এর হেফজখানা ও এতিমখানা উদ্বোধন

  প্রকাশ : ২০২০-১২-১৯ ১৯:৪৯:০০  

পরিস্হিতি২৪ডটকম : সারাহ-হাবিব ট্রাস্ট এর হেফজখানা ও এতিমখানা উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ইসলাম জগতবাসীকে ন্যায় ও সুবিচার শিক্ষা দেয় অন্যায়, অত্যাচার, শোষন, বঞ্চনা পবিত্র ইসলামে নেই। ১৬ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় রাউজান উপজেলা সদর ইউনিয়নে মাঝিপাড়াস্থ ‘মায়ের আচঁল’ এ স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ‘সারাহ-হাবিব ট্রাস্ট হেফজখানা ও এতিমখানা’। সম্পূর্ণ পারিবারিক নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে থাকছে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা, বয়স্কদের কুরআন শিক্ষার ক্লাস, সকালে শিশুদের জন্য মক্তব, পাবলিক লাইব্রেরী এবং ফ্রি ইভিনিং ইংলিশ শেখার ক্লাস। উদ্বোধনী অনুষ্টানে ট্রাস্টি নুরুল ইসলাম ভেন্ডারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান, প্রফেসর ড. এস. এম. রফিকুল আলম, কলম সাহিত্য সংসদ লন্ডনের কেন্দ্রীয় সমন্বয়ক রাহাত মামুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, লন্ডন হতে ভার্চ্যুয়ালে অংশ নেন সারাহ-হাবিব ট্রাস্ট ও কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্টাতা প্রফেসর নজরুল ইসলাম হাবিবী ও মিসেস নাছিমা হাবিবী, সিলেট হতে অংশ নেন ট্রাস্টি ও কলম সাহিত্য সংসদ লন্ডনের সহ-সভাপতি ট্রাফিক ইন্সফেক্টার অব পুলিশ সিরাজদ্দৌল্লা, ট্রাস্টি ফজলুল কাদের, ট্রাস্টি ব্যবসায়ী রুহুল আমিন, কলমের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি জিয়াউল হক, কলমের চট্টগ্রাম জেলা সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, কলম টিভির পরিচালক ফারদিন রাফি, ইফতেখারুল ইসলাম, রোবায়েত আমিন, শাহাজাহান ইয়াছিন, কবি নিলা করিম, ট্রাস্টি পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী বলেন, মা বাবার স্মৃতি ধরে রাখা ও তাঁদের আত্মার শান্তির জন্য এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এটি একটি আপাতত একটি অস্থায়ী ক্যাম্পাস হিসেবে থাকবে। ছাত্র সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠানটি অন্যত্র সরিয়ে আরো বড় পরিসরে গড়ে তোলা হবে। এই ট্রাস্টে অর্থনায়নে দেশে বিভিন্ন জেলায় মসজিদ, গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার জন্য আর্থিক সহায়তা প্রদানসহ করোনা কালীন জনসচেতনতায় লিফলেট, মাস্ক, হ্যান্ডস্যনিটাইজার বিতরণ, উপহার সামগ্রী বিতরণ করা হয়। উদ্বোধনী আলোচনা শেষে সারাহ-হাবিব ট্রাস্ট ও কলম পরিবার সহ দেশ বিদেশের সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন রাহাত মামুন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা