বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সমৃদ্ধ দেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে

  প্রকাশ : ২০২০-১২-১৭ ১৮:১৪:০৯  

পরিস্হিতি২৪ডটকম : সকল সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের সমৃদ্ধির অগ্রযাত্রায় সংযুক্ত করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে হলিডে মিশন বাংলাদেশ’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও চট্টগ্রাম কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ উপরোক্ত বক্তব্য রাখেন। হলিডে মিশন বাংলাদেশ’র সভাপতি জান্নাতুল ফেরদৌস’র সভাপতিত্বে গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সংলগ্ন প্রচেষ্টা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন সমাজকর্মী লায়ন এম এ হোসেন বাদল। বিশেষ অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, পপুলার জনকল্যাণ সংঘের সভাপতি এম এ জলিল, প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈন উদ্দীন আকবর, হলিডে মিশন বাংলাদেশ’র সহ-সভাপতি কাউসার আহম্মেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ইফতী হাসান, কোষাধ্যক্ষ রাকিব খান, সদস্যবৃন্দ তানিয়া তাসপিয়া, আসমা বিনতে আখি, ইমতিয়াজ হোসাইন, মোহাম্মদ জিয়া, এনি আকতার, ইসমাঈল হোসেন, চন্দনাইশ ছাত্র সমিতি’র দপ্তর সম্পাদক মো: আব্দুর রহমান রবিন প্রমুখ। ভিন্নধর্মী আয়োজনে শতাধিক পথশিশুদের মাঝে দুপুরের খাবার, পুষ্টিকর খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা