বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সমালোচনার মুখে নিউজিল্যান্ড ক্রিকেট দল

  প্রকাশ : ২০২০-০২-০৩ ১৭:২১:২৯  

পরিস্হিতি২৪ডটকম : দেশের মাটিতে ভারতের বিপক্ষে ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে সমালোচনার মুখে পড়েছে নিউজিল্যান্ড দল। এই হারের ফলে কোন টেস্ট খেলুড়ে দল প্রথম বারের মতো ৫-০ তে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার রেকর্ড করলো। এছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতলও ভারত। এমন লজ্জার হার সবচেয়ে বেশি পোড়াচ্ছে দলটির অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

গত ২৪ জানুয়ারি পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ২০৩ রানের বিশাল সংগ্রহ করেও এক ওভার বাকি থাকতেই ৬ উইকেটে হেরে যায় স্বাগতিকরা। এই ম্যাচ দেখে ক্রিকেট সমর্থকদের মনে হয়েছিল সিরিজের পাঁচটি ম্যাচই দর্শকদের আনন্দ দিবে। কিন্তু এই একই সিরিজে মুদ্রার উল্টাপিঠ দেখলও ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়ের ৬ নম্বরে থেকেও ৪ নম্বর দলের কাছে এমন হার বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে।

২৬ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই দিক হারিয়ে ফেলে কিউরা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখেই ৭ উইকেট জয় তুলে নেয় সফরকারীরা।

তবে এই দুই দলের খেলার আনন্দটা শুরু হয় তৃতীয় ম্যাচ থেকেই। ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। ১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়ের দ্বারপ্রান্তে এসেও প্রতিপক্ষের সমান রান নিয়ে খেলা সুপার ওভারে গড়ায়। সেখানে ১৭ রানের টার্গেটকেও উড়িয়ে দিয়ে সিরিজ নিজেদের করে নেয় বিরাট কোহলির দল।

চতুর্থ ম্যাচেও ভারতের দেয়া ১৬৫ রানের লক্ষ্যকে জয়ে পরিণত করতে ব্যর্থ হয়ে খেলাকে সুপার ওভারে রূপ দেয় নিউজিল্যান্ড। টানা দুই টি-টোয়েন্টি ম্যাচ সুপার ওভারে গড়ালে নিউজিল্যান্ডকে নিয়ে বিশ্বজুড়ে নানা ট্রল তৈরি হয়। সেখানেও হেরে নিজেদের অপারগতার পরিচয় দেয় কিউরা।

২ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচ নিয়ম রক্ষার হলেও নিউজিল্যান্ডের কাছে ছিল মান রক্ষার ম্যাচ। কিন্তু সেই ম্যাচেও বিরাট কোহলির দলের কাছে ৭ রানে হেরে আত্মসমর্পণ করে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ৫-০ ব্যবধানে সিরিজ হেরে নানা সমালোচনার জন্ম দিয়েছে নিউজিল্যান্ড।



ফেইসবুকে আমরা