বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মুম্বাই শহর ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত,নিহত ২৭

  প্রকাশ : ২০১৯-০৭-০২ ১৮:৩১:১২  

পরিস্হিতি২৪ডটকম : ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাইসহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় ইতিমধ্যে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মুম্বাইয়ের মালাডে ভারী বৃষ্টির কারণে দেয়াল ভেঙে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেয়াল ভেঙে পড়ার ঘটনায় আরো অনেকে আটকা পড়ে আছে বলে খবরে বলা হয়েছে। দেশটির উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

এছাড়া মুম্বাইয়ের একটি স্কুলের দেয়াল ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুনে শহরের কাছে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে মৃত্যু হয়েছে ৭ জনের।

টানা দুই দিনের তীব্র বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল। এ কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচলা ও বাতিল করা হয়েছে বিমান ফ্লাইট।
খবরে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মুম্বাইতে দশকের রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে মহারাষ্ট্র রাজ্য সরকার মুম্বাইতে সরকারি ছুটি ঘোষণা করেছে।
বাড়ি থেকে যেন এসময় কেউ বের না হয় এজন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বাসিন্দাদের।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে হতাহতদের পরিবারে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
দেশটির কেন্দ্রীয় রেলওয়ে একটি টুইটে জানায়, ‘এটা প্রকৃতির ক্রোধ। এই মুহূর্তে তীব্র বৃষ্টির কারণে কারলা সুবর্বণ অঞ্চলে ট্রেন যোগাযোগ বিপজ্জনক হয়ে উঠেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুবর্বণ এক্সপ্রেসের যাত্রা স্থগিত রাখা হলো। অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’
তারা আরও জানায়, তীব্র বৃষ্টি ও এর কারণে সৃষ্ট বন্যায় রেলওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের ইতিমধ্যে উদ্ধার করেছে রেলওয়ে প্রটেকশন ফোর্সের সদস্যরা। তথ্য সূত্র: রয়টার্স, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।



ফেইসবুকে আমরা